কণ্ঠশিল্পী খায়রুল বাশারের ‘আনকোরা চোখ’ শিরোনামের গানের ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। রাকিব হাসান রুহুলের লেখা গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক সজীব দাশ।
‘আনকোরা চোখ’ গানটির ভিডিও নির্মাণ করেছেন রুবাইনুর রশীদ রঙ্গন এবং চপল। ভিডিওতে মডেল হয়েছেন আরশ ও নায়লা তিথি।ফায়ার উইন্স হাউজ থেকে ভিডিওটি নির্মিত হয়েছে।
গান নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাশার। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সময়ের তার ‘জলরঙ’ শিরোনামের গানের লিরিক্যাল ভিডিও। দ্বৈত এই গানটিতে খায়রুল বাশারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ন্যান্সি।
এ ছাড়া সজীব দাসের সুর ও সঙ্গীতে প্রথম একক এ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন বাশার। এ্যালবামে মোট ৫টি গান থাকবে। এর মধ্যে তিনটি গান রেকর্ড সম্পন্ন হয়েছে।