সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, সোলস ব্যান্ডের অন্যতম গায়ক। গান নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে তাকে অভিনয়ে দেখা যায়। এবার কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র’র সাথে তিনি ঈদের একটি টেলিফিল্মে অভিনয় করলেন।
ভারতের দার্জিলিংয়ে পারভেজ আমিনের পরিচালনায় এই দুইজনকে ঈদে একফ্রেমে দেখা যাবে। পারভেজ আমিন পরিচালিত এই টেলিফিল্মের নাম ‘মায়া’। ৪ দিন ধরে এই টেলিফিল্মের কাজ চলে, শেষ হয় গত শুক্রবারে।
টেলিছবির গল্পে পার্থ বড়ুয়াকে দেখা যাবে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে। নতুন ছবির জন্য তিনি নায়িকা খুঁজতে বের হন, কিন্তু পান না। না পেয়ে খানিকটা হতাশ হয়ে পাহাড়ে যান সময় কাটাতে। সেখানেই পেয়ে যান কাঙ্খিত নায়িকা পার্ণো মিত্রকে।
ভারত থেকে ফোনে নির্মাতা পারভেজ আমিন এই টেলিফিল্ম প্রসঙ্গে জানান, ‘এটা আমার আরেকটি ঈদ চমক। ভিন্ন গল্প ও নির্মাণে এটি বরাবরের মতই তৈরি করতে চেষ্টা করেছি। পার্নো মিত্র কিন্তু বাংলাদেশের জন্য ছোটপর্দার প্রথম অভিনয় করেছেন। যদিও বাংলাদেশের জন্য ফারুকীর ডুব চলচ্চিত্রে অভিনয় করেছেন। আশা করছি, এই দুইজনের অভিনয় এই টেলিফিল্মের মাধ্যমে একটি ভিন্নমাত্রা পাবে। পার্ণোর সঙ্গে পার্থ বড়ুয়ার রসায়নটাও ভালো হয়েছে।’
উল্লেখ্য, এর আগেও তিনি পারভেজ আমিনের নাটকে অভিনয় করেছেন। পরিচালক জানান, ঈদের দিন এনটিভিতে এই টেলিফিল্মটি প্রচার হবে।