শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে বিপাশার পরিবার ও ঘনিষ্ঠজনরা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাচ্ছেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে যাতায়াত করছিলেন বিপাশা। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসা শুরু হয়েছে। একজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।