অনেকদিন আগে ‘কমলা রকেট’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তৌকীর আহমেদ। এটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। আর মোশাররফ করিমকে দেখা যাবে দালাল চরিত্রে। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন জয়রাজ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ ও আবু রায়হান রাসেল প্রমুখ। তৌকীর বলেন, ‘এই ছবির গল্পটি আমার ভালো লেগেছে। আমি যে চরিত্রে কাজ করেছি, এতে অভিনয়ের দারুণ সুযোগ ছিল এবং আমি তা কাজে লাগানোর চেষ্টা করেছি।’ ছবির কাহিনীতে দেখা যাবে, স্টীমারের নাম রকেট। কমলা রকেটের নিয়মিত সব প্যাসেঞ্জারের সাথে উঠে পড়েছে। অনিয়মিত এক ফার্স্টক্লাস প্যাসেঞ্জার আতিক। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক (তৌকীর) তার নিজের ফ্যাক্টরীতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাবার আশায়। আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয়, তখন সে ঢাকা থেকে স্টীমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরীর কর্মীর আগুনে পোড়া লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টীমারে যাত্রী হয়েছে। স্টীমার রকেটটি একসময় কুয়াশায় চরে আটকে পড়ে খাবার সংকট তীব্র হতে থাকে…। এই সূত্র ধরে এগিয়ে যেতে থাকে সিনেমাটির মূলগল্প। ছবিটি আগামী ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছে চ্যানেল আই। এর বাইরে সম্প্রতি ফের সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে তৌকীর আহমেদের ছবি। উৎসবের অষ্টম আসরে একসঙ্গে চারটি পুরস্কার জিতেছে তার পরিচালিত ‘হালদা’। চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে-শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক ও শ্রেষ্ঠ আবহ সংগীতের সম্মান অর্জন করে ছবিটি। উৎসবের সমাপনী দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সার্ক কালচারাল সেন্টারে তৌকীর আহমেদের হাতে পুরস্কার তুলে দেন সার্ক কালচারাল সেন্টারের উর্ধ্বতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত, সদস্য দেশের উধ্বর্তন কর্মকর্তা ও অংশগ্রহণকারী পরিচালকরা। গত বছর একই উৎসবে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছিলেন তৌকীর আহমেদ। তনি বলেন, ‘পুরস্কার নিজের কাজের প্রতি দায়বদ্ধতা আরো বাড়িয়ে দেয়। আমি বরাবরই আমার কাজের প্রতি সচেতন। এই পুরস্কার আমাকে আরো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।’