‘কাঠগড়ায় শরত্চন্দ্র’-তে শাহনূর

শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সব চরিত্রের জীবন চেতনা নিয়ে নির্মিত হচ্ছে ‘কাঠগড়ায় শরত্চন্দ্র’ নামের সিনেমা। এরইমধ্যে এই সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে। এই সিনেমাটিতে অভিনয় করছেন চিত্রনায়িকা শাহনূর। তবে এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েত। তিনি শরত্চন্দ্রের চরিত্রটি রূপায়ণ করবেন। এতে আরো অভিনয় করছেন ফেরদৌস, পপি, আনিসুর রহমান মিলন, তমা মির্জা, মৌসুমি হামিদ, শিশির আহমেদ, প্রকৃতি প্রমুখ। তারকা বহুল এ সিনেমায় এবার যুক্ত হলেন শাহনূর। এতে চন্দ্রমুখী চরিত্রে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছেন নির্মাতা আরিফ।