‘হিটের নিশ্চয়তা দেয়ার ক্ষমতা আমার নেই’

চলতি বছর বলিউডের সবচেয়ে আলোচিত ছবি রেস-থ্রি। আসছে ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত এ সিনেমাটি। আর তাই তো সিনেমাটির শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রেস টিম। তারই অংশ হিসেবে সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন সালমান।

সালমান মনে করেন, রেস-থ্রি ঘরানার সিনেমাগুলো উৎসবেই মুক্তি দেয়া উচিৎ। আলোচিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। এরপরও সব সিনেমা যে হিট হবে এই নিশ্চয়তা দেয়ার ক্ষমতা আমার নেই। এটা সম্পূর্ণ দর্শকদের হাতে।

বক্স অফিস নিয়ে সালমান বলেন, শুধুমাত্র বাহুবলি সিনেমাই ভারতে ৫০০ কোটি রুপির উপরে আয় করেছে। রেস-থ্রি যে সেই পথে হাঁটবে তা নিশ্চিত করে বলতে পারছি না। দর্শক যদি সিনেমাটি গ্রহণ করে এবং তাদের ভালো লাগাই বড় পাওয়া।

উল্লেখ্য, রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ।

রেস-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা। এতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন-অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ প্রমুখ। আগামী ১৫ জুন পুরো ভারত জুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।