পর্তুগালের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপ প্রস্তুতিতে ড্র করল বেলজিয়াম। ব্রাসেলসে ম্যাচ শেষে হল গোলশূন্য অবস্থায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনসেন্ট কোম্পানি। বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ১১ দিন। তার আগে এই চোট বেলজিয়াম থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রাখল। রাশিয়া বিশ্বকাপে ভিনসেন্টকেও পাওয়া যাবে কিনা সেই নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
পর্তুপালের জেলসন মার্টিনসের কড়া ট্যাকেলে চোট পান ভিনসেন্ট। অধিনায়কের চোট প্রসঙ্গে বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, ‘পেশিতে ব্যথা অনুভব কড়াতেই মাঠ ছাড়েন ভিনসেন্ট। চোট গুরুতর কিনা খতিয়ে দেখা হবে।’ ৪৮ঘন্টার মধ্যেই রাশিয়া বিশ্বকাপের জন্য বেলজিয়াম দলের চূড়ান্ত ২৩ সদস্যের নাম ঘোষণা করার কথা বেলজিয়ামের। তার আগে দলের তারকা ডিফেন্ডারের চোট পাওয়ায় বিশ্বকাপের আগে রক্ষণ নিয়ে চিন্তা বাড়াল বলা চলে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন লাতিন আমেরিকার জনপ্রিয় দল ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেস এবং আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো।