ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ-তৌকিরের সিনেমা ‘কমলা রকেট’। তবে ঈদ সিনেমার দৌড়ে আলোচনায় নেই সিনেমাটি। তবুও ছবিটি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।
ইমপ্রেস টেলিফিল্ম কর্মকর্তা ইবনে হাসান খান জানিয়েছেন, বেশ কিছু হলের সঙ্গে কথাবার্তা চলছে। দু-এক দিনের ভেতর নিশ্চিত করে বলা যাবে কোন কোন হলে যাচ্ছে ছবিটি।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। আর ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু।
শ্রেণিভেদে সবাই সবার থেকে আলাদা পোশাকের হলেও কাম, ক্ষুধা, শীত ও গন্ধের মতো মৌলিক প্রশ্নে সবাই এক। এটাই দেখানো হয়েছে ‘কমলা রকেট’ সিনেমাটিতে। এই সিনেমার অধিকাংশই শুটিং হয়েছে লঞ্চে।
তৌকির-মোশাররফ ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন জয় রাজ, সামিয়া সাঈদ, ডমিনিক গোমেজ ও সেঁওতিসহ আরো অনেকে। আশা করা যায় ‘হালদার’ পর তৌকির-মোশাররফের এই ছবি দর্শকমহলে দারুণ সাড়া ফেলবে।