সৌদি আরবে মন্ত্রিসভায় বড় রদবদলের পাশাপাশি নতুন মন্ত্রণালয় হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয় অন্তর্ভূক্ত করা হয়েছে। শনিবার সকালে এ সংক্রান্ত রাজকীয় ডিক্রি জারি করা হয়।
নতুন এই মন্ত্রণালয়ের নাম দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন যুবরাজ বদর বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ফারহান আল সৌদ। বর্তমানে আল উলা রয়াল কমিশনের গর্ভনরের দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়া শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষপদেও এসেছে পরিবর্তন।
সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ সালমানের প্রস্তাব মতো, মক্কাসহ পবিত্র স্থানের জন্য গঠন করা হয়েছে নতুন কমিশন। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে এই কমিশন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সমাজে যে সংস্কার কার্যক্রম চালছে তারই ধারাবাহিকতায় এই নতুন সংস্কৃতি মন্ত্রণালয় সৃষ্টি করা হয়েছে।