২৫ মে থেকে কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন শাকিব খান। কথা ছিল ১০ জুন পর্যন্ত টানা শুটিং করবেন। হঠাৎ সিদ্ধান্ত বদল শাকিবের। পরিচালক ওয়াজেদ আলী সুমনকে জানান, ৬ জুন ওমরাহ পালন করতে যাবেন তিনি। তবে শিডিউল ফাঁসিয়ে নয়, শুটিং শেষ করেই দেশ ছাড়বেন।
এ কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীন ক্যামেরার সামনে থাকতেও রাজি। শাকিবের এই প্রস্তাব লুফে নিয়েছেন পরিচালক। ২৮ মে থেকে সকাল ৭টায় ক্যামেরা ওপেন করেছেন তিনি।
সুমন বলেন, ‘শাকিব হয়তো নিজের প্রয়োজনে এই পরিশ্রমটা করছেন, তবে এতে লাভবান হচ্ছেন প্রযোজকই। নির্ধারিত শিডিউলের পাঁচ দিন আগে শুটিং শেষ হলে অন্তত ২০ লাখ টাকা সাশ্রয় হবে। শাকিবের এমন পেশাদার আচরণে আমি খুশি। তিনি যদি অন্য ছবির বেলায়ও এমন ৭টা-৬টা শুটিং করেন, সেটা চলচ্চিত্রের জন্যই শুভ।’