জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার ও জন আব্রাহাম। এর মধ্যে গরম মাসালা ও হাউসফুলের জন্য সবার মনে দাগ কেটে আছেন এ জুটি। একসঙ্গে ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার সুবাধে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় অক্ষয়-জনের। দুজনের প্রতি দুজনের ভালোবাসাও গণমাধ্যমে প্রকাশ পায় একাধিকবার।
মজার বিষয়ে হচ্ছে, জুটি বেঁধে যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন সেগুলোর চরিত্রে বন্ধু থেকে শত্রুতে রুপান্তরিত হতে দেখা গেছে অক্ষয়-জনকে। এবার বাস্তবেও সেই ইঙ্গিতই পাওয়া গেল। বাস্তব জীবনেও অক্ষয়-জনের বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়ার গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
কিছুদিন আগে ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’ সিনেমার প্রযোজক প্রেরণা আরোরার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জন আব্রাহাম। এসময় আইনি জটিলতার ফাঁদে পড়েন জন। শোনা যায়, সেই সময় অক্ষয়ের সাহায্য চেয়েও পাননি জন। আর এতেই নাকি দুজনের সম্পর্কে ভাটা পড়ে। দুজনের সম্পর্কের তিক্ততার খবর যখন দানা বাঁধতে শুরু করেছিল ঠিক তখনই টুইটারে ঝামেলার অবসান করলেন অক্ষয়-জন।
টুইটারে দেওয়া এক পোস্টে জন লিখেছেন, ‘শুনলাম আমার ভাই অক্ষয় কুমার ও আমি দ্বন্দ্বে জড়িয়েছি। দুঃখিত এটি সম্পূর্ণ মিথ্যা। এখন একমাত্র পরমাণু সিনেমাতেই বিস্ফোরণ হচ্ছে।’
জনের টুইটের পরিপ্রেক্ষিতে অক্ষয় কুমার লিখেছেন, ‘ভাই জন আব্রাহাম তোমাকে নিয়ে গর্বিত। শুনলাম পরমাণু সিনেমায় খুব ভালো কাজ করেছ। খুব শিগগির দেখব।’
উল্লেখ্য, গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরমাণু : দ্য স্টোরি অব পোখরান সিনেমাটি। ১৯৯৮ সালে পোখরানে ভারতীয় সেনাবাহিনীর নিউক্লিয়ার বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনি তৈরি হয়েছে। এতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ।