বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি ভাই-বোন, এগিয়ে কে?

বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ও ছেলে হর্ষবর্ধন কাপুর।।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সোনম কাপুর অভিনীত সিনেমা বীরে ডি ওয়েডিং ও হর্ষবর্ধন কাপুরের ভবেশ জোশি। ভাই-বোনের এ লড়াইয়ে এগিয়ে রয়েছেন সোনম কাপুর। সোনম কাপুরের শুরুটা ভালো হলেও সুবিধা করতে পারেননি হর্ষবর্ধন।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মুক্তির প্রথমদিন বীরে ডি ওয়েডিং সিনেমাটি আয় করেছে ১০.৭৫ কোটি রুপি। নারী প্রধান সিনেমাগুলোর মধ্যে প্রথমদিনে আয়ের দিক থেকে এগিয়ে এটি। এছাড়া তানু ওয়েডস মানু ও ম্যারি কম সিনেমাকে পেছনে ফেলেছে সিনেমাটি।

সোনমের বোন রিয়া কাপুর বীরে ডি ওয়েডিং সিনেমাটি প্রযোজনা করেছেন। এতে সোনম ছাড়াও আরো অভিনয় করেছেন কারিনা কাপুর খান, স্বারা ভাস্কর, শিখা তালসানিয়া, সুমীত ব্যাস। এটি পরিচালনা করেছেন শশাংক ঘোষ।

অন্যদিকে ভবেশ জোশি সিনেমাটি আয় করেছে মাত্র ২৫-৩০ লাখ রুপি। সিনেমাটি নির্মাণ করেছেন বিক্রমাদিত্য মতওয়ানি। ভবেশ জোশি সিনেমায় ভিন্নধর্মী সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন হর্ষবর্ধন।