সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার এক সবজি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়াসহ বচ্চন পরিবারের অন্দরমহল। কারণ স্ত্রী ঐশ্বরিয়া রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্রকোলি নিয়ে নিজের ক্ষোভ ঝাড়লেন স্বামী অভিষেক। কিন্তু তাতে নতুন মাত্রা যোগ করল বলিউডের আরেক তারকা দীপিকা পাড়ুকোন।
স্বাস্থ্যকর সবজি হিসেবে সবাই ব্রকোলিকে চিনলেও বেশিরভাগ মানুষই এর স্বাদ পছন্দ করেন না। তার তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন নিজেও। আর সেই বিরক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে প্রশ্ন করেন, কে পছন্দ করে ব্রকোলি? এমন একটা জিনিস কার পছন্দ হতে পারে?
অভিষেকের মন্তব্যের জবাব দিয়ে বসেছেন দীপিকা। কিন্তু তিনি জানিয়েছেন, ব্রকোলি খেতে অত্যন্ত পছন্দ করেন তিনি।
তবে স্বামীর পোস্ট চোখে পড়লেও সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়া দেননি স্ত্রী ঐশ্বরিয়ার।