একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠান নিয়ে ফের বিতর্কের মুখে এ সময়ের আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার অনুষ্ঠানে এসে অনেক শিল্পীকেই তির্যক প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।
এবার জয়ের প্রশ্নে খেপলেন মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী এবং উপস্থাপক তানিয়া হোসাইন। যিনি সদ্যই জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গে বাগদান সেরেছেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। তানিয়ার অভিযোগ, বাগদান অনুষ্ঠানের পর কেউ কেউ তার বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছেন বলে মনে করেন তিনি।
প্রসঙ্গটি এসেছে ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠান নিয়ে। যেখানে ‘ক্যারেক্টার’ নিয়ে প্রশ্ন করায় খেপেছেন তানিয়া। এ নিয়ে ফেসবুকে পোস্টও দিয়েছেন এ অভিনয়শিল্পী।
তানিয়া বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব অনেক। একটি গণমাধ্যম চাইলেই কারও চরিত্রের সনদ দিতে পারে না। ব্যাপারটি তেমন হয়েছে, উপস্থাপক জয় দেশের মানুষের কাছে আমার চারিত্রিক সনদ দিচ্ছেন। আর এই কাজটি করছেন তারই আমন্ত্রিত অতিথির মাধ্যমে! খুব কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন তিনি। আমি অপমানিত ও অসম্মানিত বোধ করেছি। এই ব্যাপারে তাকে ক্ষমা চাইতেই হবে।’
তানিয়া আরও লিখেছেন, ‘ফান আর অপমানের পার্থক্য বোঝার দায়িত্ব একজন উপস্থাপকের পাশাপাশি অনুষ্ঠান প্রযোজকের। একজন প্রযোজকও পুরো অনুষ্ঠানের দায়ভার বহন করেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে টিভিতে প্রচারিত হয় ‘উইথ নাজিম জয়’-এর নতুন পর্ব। এসময় আমন্ত্রিত অতিথির কাছে জয় প্রশ্ন করেন তানিয়া হোসাইনের ক্যারিয়ার এবং ক্যারেক্টার নিয়ে বলুন। যার ‘ক্যারিয়ার এবং ক্যারেক্টার’ নিয়ে প্রশ্ন করেছেন জয় সেই তানিয়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গণমাধ্যমে একজন শিল্পীকে নিয়ে এমন আপত্তিকর প্রশ্ন করায় সেই টিভি চ্যানেল আর জয়ের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তানিয়া।
এদিকে বিষয়টি নিয়ে জয় বলছেন, ‘বিষয়টি দৃষ্টিকটু লেগেছে ঠিকই কিন্তু এটা তো ধরন, মোটেও ইচ্ছে করে করিনি। কথাটি এক সুরে বললে এক রকম, আরেক সুরে বললে আরেক রকম। এটা ভুল-বোঝাবুঝি। বুঝতে ভুল ছিল, প্রশ্নটা বলাও ভুল ছিল। তবে উদ্দেশ্য ভুল ছিল না। টেলিভিশন শোতে চরিত্র নিয়ে কথা বলতে পারি না। কিন্তু এটাও ঠিক, আমরা একটি উন্মুক্ত আলোচনা করছি।
প্রশ্ন দৃষ্টিকটু হয়েছে বলছেন, তাহলে প্রচার করলেন কেন? এমন প্রশ্নের জবাবে জয় বলেন, ‘আমি তো নিজে সম্পাদনা করি না। প্রযোজক বা চ্যানেল কর্তৃপক্ষ যদি মনে করত কথাটি আপত্তিকর, তাহলে তারা তা বাদ দিতেই পারত।’