সামনে এল ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু-এর আরও একটি ভিডিও। যেখানে মোনালিসা ওরফে ঝুমা বউদির ফুলসজ্জার রাতের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।
যে ভিডিওতে একদিকে যেমন লাল শাড়ি পরে দেখা যাচ্ছে ঝুমা বউদিকে, তেমনি খোপায় দেখা যাচ্ছে তাঁর ফুলের বাহার। সেই সঙ্গে সিঁথিতে চওড়া করে সিঁদুর পরার পাশাপাশি হাতে আলতার ছোঁয়াও দেখা যায় ঝুমা বউদির।
আর সেজেগুজে তিনি যেন অপেক্ষা করে রয়েছেন স্বামীর জন্য। ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু-এর এই ভিডিওতে যেন আরও বেশি করে মোহময়ী হয়ে উঠেছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।