পাবনায় সড়কে প্রাণ গেল একজনের, গুরুতর আহত ৪

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চামেলী বেগম (৫০) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাংগালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত চামেলী বেগম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের রাংগালিয়া গ্রামে ফরিদপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী চামেলী বেগম ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ আরও চার যাত্রী মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় এসব যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশাটিকে থানায় নিয়ে যায়।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।