নিক্সনের সমর্থক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুরের সদরপুরে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থক জসীম ফকির (৪১) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকার পরাজিত প্রার্থী জাফর উল্যাহর সমর্থক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদরপুরের কৃষ্ণপুর-বাড়ৈর আঞ্চলিক সড়কের ঠেঙ্গামারী এলাকায় এ ঘটনা ঘটে।

জসীম ফকির সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার বাড়ি কৃষ্ণপুরের নিজগ্রামে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর একজন কর্মী।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামানের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের বিরোধ চলছিল। বিল্লাল ফকির নিক্সন চৌধুরীর সমর্থক এবং আকতারুজ্জামান কাজী জাফর উল্যাহর সমর্থক। গত ৩ জানুয়ারি রাতে নিজগ্রামে নিক্সন চৌধুরী ও কাজী জাফর উল্যাহর দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর সূত্র ধরে ইউপি সদস্যকে কুপিয়ে আহত করা হয়।

কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকির জানান, বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের লোকজন জসীম ফকিরকে কুপিয়ে জখম করেছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

অভিযোগ অস্বীকার করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান বলেন, ওই ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা তিনি শুনেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা শুনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।