সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশিদের পরিচয় মিলেছে

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে।

নিহত ব্যক্তিরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুকু মিয়া।

দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন মঙ্গলবার ২৮ মার্চ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বাসে মোট ৪৭ জন ওমরাহ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা বাংলাদেশি নন। এখনো নিহতদের মধ্যে কোনো বাংলাদেশিকে শনাক্ত করা যায়নি। তবে ৮ জন বাংলাদেশির খোঁজ পাওয়া যায়নি। দূতাবাসের কর্মকর্তারা আহত ১৮ জনের খোঁজখবর রাখছেন।

সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানান, সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং ২৩ জন আহত হন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক সিস্টেমের ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। যাত্রীরা বাস থেকে নামতে পারেননি, ফলে অন্তত ২২ জন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ কনস্যুলেট প্রতিনিধিকে জানিয়েছে, মৃতদেহ পুড়ে যাওয়া এবং বিকৃত হওয়ার কারণে তাদের জাতীয়তা নির্ধারণ করা কঠিন হয়েছে।