প্রবাসী কর্মীর স্ত্রী বা স্বামীকেও কাজ দেবে সৌদি সরকার

এখন থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকরা তাদের স্ত্রী বা স্বামীকে সেই দেশে নিয়ে যেতে পারবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি নীতি চালু করেছে সৌদি আরব। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, প্রবাসী কর্মীরা যাতে তাদের সঙ্গীকে চাকরি দেওয়া মাধ্যমে সৌদি আরবে নিয়ে আসতে পারেন সে জন্য একটি নীতি চালু করা হয়েছে। তবে তাদের নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে।

খবরে আরও বলা হয়, সৌদি আরবে কর্মরত প্রবাসী নারীদের যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের ক্ষেত্রেও একই সুবিধা দেবে সৌদি সরকার।

২৭ মার্চ, সোমবার অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনৈতিক কার্যক্রম বিকাশের লক্ষ্যে এ ধরনের নীতির অনুমোদন দিয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তাদের নিয়োগের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া সংরক্ষিত কোটা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।

তবে মন্ত্রণালয় বিশেষভাবে উল্লেখ করেছে, সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত পদে প্রবাসীদের নিয়োগ দেওয়া যাবে না।