চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ১৫ মার্চ, বুধবার জাতীয় সংসদ ভবনে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ
বৈঠকে হজযাত্রীদের চিকিৎসার জন্য যে মেডিকেল টিম পাঠানো হয়, সেখানে হার্ট, অ্যাজমা, ডায়বেটিস রোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এছাড়া হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কার্যক্রমকে দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।
বৈষকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানী, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম, রত্না আহমেদসহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।