উত্তপ্ত আদালত প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আদালত প্রাঙ্গণ। বুধবার সকাল ১০টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি ঠিক না হওয়া পর্যন্ত ভোট শুরু না করার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থক আইনজীবী নেতারা। এই বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও আইনজীবী আহত হয়েছেন।

জানা গেছে, পুলিশের লাঠিচার্জ ও হামলায় আহত হয়েছেন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম হোসেন, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসি নিউজের ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মেধা, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী।

এটিএন নিউজের জাবেদ আক্তার বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ আমাকে গালিগালাজ করে, লাঠিচার্জ করে পায়ের নিচে ফেলে দিয়েছে।

বুধবার সকালে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ভোট শুরুর দাবি করলেও নির্বাচন পরিচালনা কমিটি ঠিক না হওয়া পর্যন্ত ভোট শুরু না করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এতে আওয়ামীপন্থী সাদা প্যানেল ও বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থী-সমর্থকদের মধ্যে শুরু হয় হট্টগোল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে হাতাহাতিও হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন সাংবাদিক ও আইনজীবী আহত হয়েছেন।

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এই নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।