মালদ্বীপে নাইট বিজনেস শোতে প্রবাসীদের ব্যাপক ভিড়

রমজানের আগে প্রতি বছরের মতো এবারও মালদ্বীপের হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে নাইট বিজনেস শো’র আয়োজন করা হয়েছে। এতে নিম্ন আয়ের প্রবাসী কর্মীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

মালদ্বীপের রাজধানী মালে ও পার্শ্ববর্তী আইল্যান্ড হুলোমালে অনুষ্ঠিত দশ দিনব্যাপী এই নাইট বিজনেস শোতে দেশটির সর্বস্তরের জনগণ ও বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

নাইট বিজনেস শোতে প্রবাসী বাংলাদেশিদের পার্ট টাইম কাজ করার সুযোগ মিলেছে। প্রায় প্রতিটি স্টলে রয়েছেন বাংলাদেশি কর্মীরা। যার ফলে দামাদামি করে সহজেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রতি বছর এই নাইট বিজনেস শোর অপেক্ষায় থাকেন নিম্ন আয়ের প্রবাসীরা। কারণ মালদ্বীপে এই নাইট বিজনেস শো ব্যতীত অন্যান্য সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি।

নাইট বিজনেস শোতে রয়েছে- খাদ্যদ্রব্য, জামাকাপড়, ইলেকট্রনিক্স পণ্য ও যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া খাবারের স্টলগুলোতে বাংলাদেশি খাবার প্রদর্শন করা হচ্ছে। এসব বাঙালিয়ানা খাবারের জন্য হুমড়ি খেয়ে ভিড় জমান বাংলাদেশি প্রবাসীরা।

নাইট বিজনেস শোতে আসা প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, এটি দেশের বিভিন্ন অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেয়। এর মাধ্যমে বাংলাদেশের প্রবাসীরা খুঁজে পান তাদের দেশীয় সংস্কৃতি। পাশাপাশি দেশীয় বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া যায়।