মাসের শুরুতেই ৫ শতাংশ বাড়লো বিদ্যুতের দাম প্রজ্ঞাপন জারি

ভোক্তা পর্যায়ে মাসে মাসে বাড়ছে বিদ্যুতের দাম। এবার বাড়ল আরও ৫ শতাংশ। এতে তিন মাস ধরে প্রতি মাসের বিদ্যুৎ বিলে যুক্ত হচ্ছে নতুন খরচ। শুধু তা–ই নয়, বাজার চড়ে থাকা নিত্যপণ্যের দামও বাড়ছে। এখন বাড়বে আরও। সব মিলিয়ে বাড়তি খরচের চাপ সামলাতে আরও হিমশিম খাবেন ভোক্তারা।

গতকাল মঙ্গলবার রাতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়, বিদ্যুতের নতুন দাম মাস মার্চ থেকে কার্যকর হবে। তবে এবার ভোক্তা পর্যায়ে বাড়ানো হলেও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়নি। এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনে পাইকারি পর্যায়ে গড়ে ৮ শতাংশ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম।

দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরপর তারা উৎপাদন খরচের চেয়ে কিছুটা কম দামে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়। তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না।

তারা নিয়মিত মুনাফা করছে। গত অর্থবছরেও মুনাফা করেছে বিতরণ সংস্থাগুলো। তবে গত ডিসেম্বর ও জানুয়ারিতে দুই দফায় পাইকারি দাম বাড়ায় ঘাটতি তৈরি হয়েছে তাদের। এবার নিয়ে তিন দফায় মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে তাদের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।