একসঙ্গে ফুটবল বিশ্বকাপ দেখতে পুরো বাড়ি কিনল ১৭ বন্ধু

একেই বলে বিশ্বকাপ উন্মাদনা! ক্রিকেট পাগল দেশও এখন ফুটবল জ্বরে ভুগছে। তারই এক নিদর্শন দেখা গেল দক্ষিণ-পশ্চিম ভারতের কেরল অঙ্গরাজ্যের একটি বন্দর শহর কোচিতে।

ফুটবল বিশ্বকাপে ভারত নেই। তাতে কী! মেসি, নেইমার, রোনাল্ডোরা আছেন। আর তাতেই মেতেছে তারা। ক্রিকেট পাগল এই দেশ এখন ফুটবল জ্বরে ভুগছে। বাংলা, কেরল এবং গোয়ার ফুটবল প্রেম তো বিশ্ববন্দিত। কাতারের বিশ্বকাপ দেখতে কেরল থেকে বহু ফুটবলপ্রেমী ভিনদেশে পাড়ি জমিয়েছেন। পাড়ায় পাড়ায় ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা উড়ছে। মেসি, রোনাল্ডোদের কাটআউট লাগানো। যেন তারা ভারতীয়। আর এবার সেই কেরলেই ফুটবল উন্মাদনার আরও এক নিদর্শন সামনে এলো। একসঙ্গে খেলা দেখার জন্য আস্ত বাড়ি কিনে ফেললেন ১৭ জন গ্রামবাসী। তারা সবাই একে অপরের বন্ধু।

কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামের ১৭ জন ফুটবলপ্রেমী ২৩ লাখ টাকায় একটি বাড়ি কিনেছেন বলে জানা গেছে। একসঙ্গে হইচই করে খেলা দেখতেই এই উদ্যোগ। সেই বাড়ি সেজে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের পতাকা এবং মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পেদের ছবিতে। এদিকে শুধু ১৭ ফুটবলপ্রেমীই নয়, এই বাড়িতে এসে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন মুন্ডক্কামুগল গ্রামের যে কেউ। গ্রামের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এই ১৭ জন বিগত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা দেখে এসেছেন। ফুটবল অন্তঃপ্রাণ এই ১৭ জন তাই বিশ্বকাপের মৌসুমে ‘খেলাঘর’ কিনে নিলেন।

এ বাড়ি কেনা নিয়ে শফির পিএ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পাই। বাড়িটি বিক্রি করা হবে জেনে সবাই মিলে তা কিনে ফেললাম।’ খেলা দেখার জন্য একটি বড় টিভিও কেনা হয় বলে জানান তারা।