শুক্রবার থেকে দ্বিগুণ হলে মৌসুমীর ‘দেশান্তর’

গত শুক্রবার (১১ নভেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মৌসুমী অভিনীত সিনেমা ‘দেশান্তর’। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মাত্র দুটি সিনেমা হলে-রাজধানীর যমুনা ব্লকবাস্টার এবং ঢাকার লায়ন সিনেমাসে মুক্তি পায় সিনেমাটি। তবে প্রথম সপ্তাহ ঘুরতেই দ্বিগুণ হল পাচ্ছে ‘দেশান্তর’। আগামী শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ৪টি হলে দেখা যাবে এই সিনেমা। নতুন করে যুক্ত হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও মিরপুরের সনি-স্টার সিনেপ্লেক্স।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আশুতোষ সুজন। এটি এই নির্মাতার প্রথম সিনেমা।

দেশভাগ, দেশপ্রেম এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। মৌসুমী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী প্রমুখ।

সিনেমায় অন্নপূর্ণা নামের এক মধ্যবয়সী নারীর ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী, দেশভাগের সময় আশপাশের অনেকেই চলে গেলেও যিনি বাংলাদেশেই থেকে যান। দেশভাগের গল্পে মানুষের দেশান্তরি হওয়ার গল্পই সাধারণত উঠে আসে, কিন্তু এই সিনেমায় অন্নপূর্ণাদের দেশে থেকে যাওয়ার গল্প তুলে আনা হয়েছে।