রাত জেগে পুরুষরা গুগলে যা খোঁজেন

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যখন যা জানার কৌতূহল জাগে, সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করেন কমবেশি সবাই। বিশ্বের প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর সংরক্ষিত আছে গুগলে।

সার্চ ইঞ্জিন গুগলের অন্ধ ভক্তের সংখ্যা কম নয়। তা যে কোনো স্বাস্থ্য বিষয়ে জিজ্ঞাসা হোক বা ঘর সাজানো হোক। কয়েকটি শব্দ টাইপ করেই জেনে নেওয়া যায় বিস্তারিত তথ্য। অনেকেরই রাত জাগার অভ্যাস আছে। এ সময় তারা গুগলে বিভিন্ন কিছু সার্চ করেন।

পুরুষরা আসলে রাত জেগে গুগলে কী কী সার্চ করে। এক গবেষণায় দেখা গেছে, পুরুষরা ৫টি জিনিস গুগলে সবচেয়ে বেশি সার্চ করে।

চলুন জেনে নেওয়া যাক সেসব সম্পর্কে-

>> পুরুষত্বহীনতার লক্ষণ কী কী? তা জানতে গুগলে সার্চ করেন অনেক পুরুষ। গত বছরে ৬৮,৬০০ জন পুরুষ এ তথ্য জানতে গুগলের সাহায্য নিয়েছিলেন।

>> পুরুষের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ দাঁড়ি। সেই দাঁড়ির ব্যাপারেও খোঁজ করেছেন গুগলে। ৬৮,৪০০ জন পুরুষ গুগলে অনুসন্ধান করেছিলেন, সেভ করলে দাঁড়ি আরও বাড়ে কি না।

>> পুরুষরা বেশ স্বাস্থ্য সচেতনও। ২০২১ সালে ৬১,২০০ জন পুরুষ গুগলের কাছে জানতে চেয়েছেন, স্তন ক্যান্সার আদৌ পুরুষদের হয় কি না।

>> ৫২,১০০ জন পুরুষ গুগলের কাছে জানতে চেয়েছেন, টুপি পরলে বা চুলে ঝুঁটি বাঁধলে বা বেণি করলে চুল বেশি ঝরে কি না।

>> এ ছাড়াও ৫১,০০০ পুরুষ গুগলে সার্চ করেছেন, ব্যায়ামের পর কতটুকু এবং কী কী প্রোটিন খাওয়া উচিত। এসব ছাড়াও বিভিন্ন ব্যায়াম ও রান্নার রেসিপিও সার্চ করেছেন অনেক পুরুষ।