বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন প্রোগ্রাম চালু করছে সৌদি আরব

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রোড টু মক্কা’ নামে একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। প্রোগ্রামটিতে প্রাথমিকভাবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মরক্কো অন্তর্ভুক্ত। রোববার সৌদি গণমাধ্যম আলআরাবিয়া জানায়, এ প্রোগ্রাম সৌদি আরবের বৃহত্তর সংস্কার ও উন্নয়নের প্রতীক ভিশন ২০৩০-এর অংশ।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোড টু মক্কা প্রোগ্রামের উদ্দেশ্য হলো- হজযাত্রীদের নিজ দেশ থেকে সহজে সৌদিতে পৌঁছানো এবং দেশের অভ্যন্তরেই তাদের হজ প্রক্রিয়া সম্পন্ন করা। অনলাইনে হজ ভিসা চালু করা এবং বিমানবন্দরে পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করা।

এই কর্মসূচির অধীনে সুবিধাভোগীদের দেশ থেকে পরিবহন ও বাসস্থানের ব্যবস্থা এবং তাদের লাগেজের কোডিং ও স্ক্রিনিং সহজেই করা হবে। মক্কা ও মদীনায় যাতায়াতের ক্ষেত্রেও তাদের পরিবহন ব্যবস্থা সহজ করা হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রোগ্রামকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল জেনারেল অথরিটি, জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি, সৌদি ডেটা ও অন্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সমৃদ্ধ করতে কাজ করছে।

সূত্র : আল আরাবিয়া