সারাদেশে ভাইরাল নিপুণ বিশ্বাস বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হতে না পেরে মাত্র ৮ মিনিট সময়ের জন্য । পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের বিশেষ নির্দেশে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ বিশ্বাস।
যথাসময়ে উপস্থিত হতে না পারলেও মানবিক দিক ও নিপুণের পারিবারিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের আইনে উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতাবলে তাকে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি হতে না পারা সেই নিপুণ বিশ্বাসের ভর্তির সব ধাপ সম্পন্ন হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২০২০-২১ সেশনে ভর্তি কার্যক্রম শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি শেষেই স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তানভীর ইসলাম যখন নিপুণকে ভর্তির সম্পন্নের রশিদ হাতে দেন, তখন সৃষ্টি হয় আবেগঘন এক মুহূর্ত।
বিভাগীয় ডিনকে জড়িয়ে ধরিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিপুণ বলেন, ‘স্যার, আপনারা মানবিক না হলে আমি ভর্তি হতে পারতাম না। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করেছেন।’ এ সময় ডিনও তাকে জড়িয়ে ধরে দরিদ্র বাবার স্বপ্নপূরণে ভালোভাবে পড়াশোনা করতে নির্দেশনা দেন। একই সঙ্গে যবিপ্রবিতে পড়াশোনাকালীন তার যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে নিপুণের পরিবারের আর্থিক সমস্যা বিবেচনা করে পড়াশোনার সব খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে যশোর-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তার নির্দেশে বুধবার ভর্তির দিন সকাল থেকে যবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা নিপুণকে সার্বিক বিষয়ে সহযোগিতা করেন।