ঢাকা-১৪ আসনের স’র’কারদলীয় সংসদ সদস্য(এমপি) আসলামুল হক গত এ’প্রি’ল ৪(শুক্রবার)মা’রা যান।এই এমপির জা’না’জা পড়ান মুফতি হামিদ জাহিরি সাহেব।
এরপর থেকেই সো’স্যা’ল মিডিয়া জুড়ে তো’লপাড় শুরুআজ সোমবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জে’লা পু’লিশ সুপার (এসপি) মোহাম্ম’দ জায়েদুল আলম এতথ্য নিশ্চিত করেন। এসপি বলেন, সোনারগাঁ থা’নার ওসিকে গতকাল রোববার রাতে প্রত্যাহার করে জে’লা পু’লিশ লাইনে সংযু’ক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে হেফাজতে ইস’লামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অব’রুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী-সম’র্থকেরা।
এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজে’লা আওয়ামী লীগের কার্যালয়, উপজে’লা যুবলীগের সভাপতি রফিকুল ইস’লাম ও নারায়ণগঞ্জ জে’লা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সম’র্থকেরা।
সোনারগাঁ থা’নার পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) তবিদুর রহমান বলেন, সাবেক ওসি রফিকুল ইস’লাম রাতেই দায়িত্ব হস্তান্তর করেছেন। থা’নায় ওসি হিসেবে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।
হয়,কেন মুফতি হামিদ জাহিরি সাহেব এমপি আসলামুল হকের জা’নাজা পড়িয়েছেন।এরপর মুফতি হামিদ জাহিরি সাহেব ফে’স’বুক লাইভে এসে পুরো বি’ষ’য়’টি ক্লিয়ার ক’রে’ন।লাইভ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন