পুত্রবধূকে ঘরে তুলেই খারাপ সংবাদ শুনলেন মৌসুমী

সম্প্রতি ধুমধাম করে একমাত্র ছে’লে ফারদিনের বিয়ে দিয়েছেন ওম’র সানি-মৌসুমী দম্পতি। ছেলে ফারদীনের বউকে মূল্যায়ন করতে গিয়ে ‘শাশুড়ি’ মৌসুমী বলেন, ‘আমার ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’

তাঁদের ছেলের বউ আয়েশাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এই দম্পতির ভক্তদেরও। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়।

একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কিন্তু পুত্রবধূকে ঘরে তুলেই জানতে পারেন মাহামা’রি করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়েছেন মৌসুমী। তার ছে’লে ফারদিন ও পুত্রবধু কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাও করো’নাভাই’রাসে আ’ক্রান্ত। তাদের করো’নার পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওম’র সানি।

বিয়ের দাওয়াতে আগত কয়েকজন আত্মীয়-স্বজনও করো’নায় আ’ক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ওম’র সানি। আপাতত চিকিৎসকের পরাম’র্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। শুক্রবার বিকেলে ওম’র সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমা’র স্ত্রী’, আমা’র ছে’লে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমা’র প্রিয় কজন মানুষ অ’সুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যান। আর আমা’র জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।’

১৯৯৫ সালের ৪ মার্চ। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওমর সানী। এক মেয়ে ও এক ছেলের সুখের সংসার তাদের।এবার সেই সংসারে যোগ হয়েছেন আরো এক সদস্য। কেননা তাদের ছেলে ফারদিন বিয়ে করেছেন। তাদের সংসারে এলো ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ। পুত্রের বিয়ে পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

রাতে ছেলে ও ছেলের স্ত্রীর ছবির সঙ্গে নিজের বক্তব্য সম্বলিত একটি ভিডিও শেয়ার দেন ওমর সানী। ওমর সানী ওই ভিডিও বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ পূর্তি হলো ২৬ শে মার্চ। আমার অনেক ইচ্ছে ছিল এই দিনটিতে আমার ছেলের বিয়ে দেব।

আ’ল্লাহ তায়ালা আমার সেই ইচ্ছে পূর্ণ করেছেন। আমি গর্বিত যে আ’ল্লাহ আমার পরিবারকে ইতিহাসের সাক্ষি হবার তৌফিক দান করেছেন। পুত্রবধূ সম্পর্কে ওমর সানী খুব ইতিবাচক মনোভাব দেখালেন।বললেন, একটা ভালো মনের অধিকারীনি আমার ঘরের বৌ নিয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দয়া করবেন।

আমি গর্বিত যে আ’ল্লাহ আমার পরিবারকে একটি ইতিহাসের সাক্ষী হবার তৌফিক দান করেছেন। ওমর সানী বলেন, ‘২০ বছর আগে আমার মা মা’রা গেছেন। আ’ল্লাহ আমাকে আর একটা মা দিলেন। সাদিয়া কানাডায় বড় হলেও দেশের প্রতি এত যে টান, আমাকে মুগ্ধ করেছে।

এর আগে ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী জানান, সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে পারাটা সবচেয়ে বড় স্মার্টনেস। আমাদের ছেলে বড় হচ্ছে। তাঁর জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব।সে নিজের মতো করে নানা রকম কাজ করছে। তা ছাড়া জীবনটা গুছিয়ে দিতে একদিন না একদিন তাঁকে বিয়েও করাতে হবে। ছেলের ভালো লাগার মতো একটা মেয়েকে বউ হিসেবে পেলে তো মা হিসেবে নিজেরও ভালো লাগবে। মেয়েটা শুধু আমাদের স’ন্তানের নয়, আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ওরা দুজন যেন ভালো থাকে, মা–বাবা হিসেবে আমাদের সেই চেষ্টাই থাকবে।’

সানী-মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যুক্ত করেছেন লাইফ ইভেন্ট। স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ বিয়ে করেছেন তিনি। পরে তিনি ছবিও শেয়ার করেছেন ২৬ মার্চ। এর আগে ছেলে বিয়ের বিষয়টি গ’ণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানী নিজেই। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।

জানা যায়, ঈদের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী, নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো হবে। তারকা দম্পতির ছেলে স্বাধীনও মিডিয়ায় যুক্ত। চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে ‘ডেসটিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী।