ওমা’র সানী-মৌসুমী দম্পতির ছে’লে ফারদিন এহসান স্বাধীন বিয়ে করেছেন। কনের নাম সাদিয়া রহমান আয়েশা। কুমিল্লার মে’য়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন।
তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।
১৯৯৫ সালের ৪ মা’র্চ। এরপর ২৫ বছর একসাথে আছেন ঢালিউডের জনপ্রিয় দম্পতি মৌসুমী ও ওম’র সানী। এক মে’য়ে ও এক ছে’লের সুখের সংসার তাদের। এবার সেই সংসারে যোগ হয়েছেন আরো এক সদস্য। কেননা তাদের ছে’লে ফারদিন বিয়ে করেছেন। তাদের সংসারে এলো ছে’লের বউ অর্থাৎ পুত্রবধূ।
পুত্রের বিয়ে পরবর্তী প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ওম’র সানী। রাতে ছে’লে ও ছে’লের স্ত্রী’র ছবির সঙ্গে নিজের বক্তব্য সম্বলিত একটি ভিডিও শেয়ার দেন ওম’র সানী। ওম’র সানী ওই ভিডিও বার্তায় বলেন,’স্বাধীনতার ৫০ পূর্তি হলো ২৬ শে মা’র্চ। আমা’র অনেক ইচ্ছে ছিল এই দিনটিতে আমা’র ছে’লের বিয়ে দেব। আল্লাহ তায়ালা আমা’র সেই ইচ্ছে পূর্ণ করেছেন।’
পুত্রবধূ স’ম্পর্কে ওম’র সানী খুব ইতিবাচক মনোভাব দেখালেন। বল্কলেন, ‘একটা ভালো মনের অধিকারীনি আমা’র ঘরের বৌ নিয়ে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আমা’র পরিবারের জন্য দয়া করবেন। আমি গর্বিত যে আল্লাহ আমা’র পরিবারকে একটি ইতিহাসের সাক্ষি হবার তৌফিক দান করেছেন।’
সানী-মৌসুমীর ছে’লে ফারদীন এহসান স্বাধীন স্ত্রী’র সঙ্গে ছবি শেয়ার করেছেন। তার ফেসবুকে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি যু’ক্ত করেছেন লাইফ ইভেন্ট। স্বাধীনের ফেসবুক সূত্রে জানা গেছে, ২৬ মা’র্চ বিয়ে করেছেন তিনি। পরে তিনি ছবিও শেয়ার করেছেন ২৬ মা’র্চ।
এর আগে ছে’লে বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওম’র সানী নিজেই। সোমবার (২৯ মা’র্চ) সন্ধ্যায় তিনি বলেন, ২৬ মা’র্চ আমা’র ছে’লের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আম’রা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।