বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদের নাম: অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: কৃষি প্রকৌশল ১টি

বেতনস্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: সহযােগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: কৃষিতত্ত্ব ১টি, উদ্ভিদ রােগতত্ত্ব ১টি, কৃষি অর্থসংস্থান ও সমবায় ১টি

বেতনস্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: কীটতত্ত্ব ২টি, উদ্ভিদ রােগতত্ত্ব ১টি, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন ১টি, এগ্রো-প্রসেসিং ১টি, মৃত্তিকা বিজ্ঞান ১টি, সার্জারি এন্ড রেডিওলজি ১টি, অ্যানিম্যালব্রিডিং এন্ড জেনেটিক্স ১টি, কৃষি অর্থসংস্থান ও সমবায় ১টি, গ্রামীণ উন্নয়ন ১টি

বেতনস্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম: প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন ১টি, কৃষিতত্ত্ব ১টি, ফসল উদ্ভিদবিদ্যা ১টি, কীটতত্ত্ব ১টি, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন ১টি, উদ্যানতত্ত্ব ১টি, উদ্ভিদ রােগতত্ত্ব ১টি, মৃত্তিকা বিজ্ঞান ১টি, এগ্রো-প্রসেসিং ১টি, বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ১টি, অ্যানাটমি এন্ড হিস্টোলজি ১টি, সার্জারি এন্ড রেডিওলজি ১টি, এগ্রি-বিজনেস ১টি, গ্রামীণ উন্নয়ন ১টি

বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা