লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর গ্রামের হাজীবাড়ি থেকে ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস মিনা বুধবার গভীর রাতে টাকা, স্বর্ণালংকার নিয়ে নিরুদ্দেশ হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী স্বামী ইসমাইল হোসেন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মেম্বারকে আসামি করে থানায় এজাহার করেছে।
সূত্র জানায়, উপজেলার লামচর গ্রামের হাজীবাড়ির মুক্তিযোদ্ধা আবু নাসেরের পুত্র ইসমাইল হোসেন ব্যবসায়ীর কাজে ঢাকা যাওয়ার সুযোগে স্ত্রী জান্নাতুল ফেরদাউস মিনা বুধবার রাত ১২টার দিকে স্বামীর ৩ লাখ ৪০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
স্বামী ইসমাইল হোসেন বলেন, পারিবারিক কলহের সুযোগে স্থানীয় ইউপি মেম্বার মো. আলম আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। বুধবার রাত ১২টার দিকে আলম মেম্বার বসতঘর থেকে মিনাকে বাহির করে নিয়ে গ্রামের চৌধুরী বাড়ির পলাসী বেগমের বাসাতে রাখে এবং ভোর বেলায় অন্যত্র নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে আলম মেম্বার বলেন, ইসমাইল হোসেন প্রতিনিয়ত স্ত্রীকে মারধর করতো। এতে অতিষ্ঠ হয়ে রাতের বেলা বসতঘর থেকে চলে যায়। আমার সঙ্গে যাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। থানার এস.আই কাউছার হোসেন বলেন, স্বামী ইসমাইল হোসেনের দায়ের করা এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।