চারজন মিলে একই রাস্তায় একই মহিলাকে পরপর দুইবার গণধর্ষণ!

পরপর দু’বার একই রাস্তায় একই মহিলাকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় ফের হইচই পড়ে গেছে ভারতের মুম্বাইয়ে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন নাবালকও আছে।

পুলিশ জানায়, ওই মহিলা এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তখনই তাকে আটকে ধর্ষণ করা হয়। ওই মহিলা একজন বিধবা। সোমবার রাত ১১টা ৩০ মিনিটে তিনি ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে তিনজনের বয়স ১৭, ১৯ ও ২১ বছর। তারা ওই মহিলাকে কাঁধে তুলে গাড়ির পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানেই পালাক্রমে ধর্ষণ করা হয়।

ঘটনার পর মহিলা বাড়ি ফেরার চেষ্টা করলে একই রাস্তায় এক কিলোমিটার দূরে মহিলাকে আবার থামিয়ে ধর্ষণ করা হয়। এই ঘটনায় মহিলার মাথায়ও আঘাত লাগে। গুরুতর অবস্থায় মহিলা বাড়িতে ফেরেন। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্‍সকদের তা জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন নিজের দোষও স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।