আমাদের মহাসচিব নিশ্চয়ই মন্ত্রী হতে যাচ্ছেন: ড. খন্দকার মোশাররফ

ভোট শেষে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে বিএনপির জয়ী প্রার্থীদের শপথ নেয়ার ব্যাপারে আলোচনা হয়। তবে বিএনপি শপথের ব্যাপারে না বললেও অন্যদিকে গণফোরাম থেকে নির্বাচিত দুইজন চান শপথ নিতে। এ অবস্থায় বিষয়টি অমীমাংসিত রেখেই বৈঠক শেষ হয়।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ বৈঠকে স্থায়ী কমটির একজন সদস্য জানতে চান- মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি মন্ত্রী হচ্ছেন?

বৈঠকে বলা হয়, বিএনপি পাঁচটি আসন পেয়েছে। আমাদের মহাসচিব ছাড়া আমরা সবাই হেরেছি। মহাসচিবকে আমরা অভিনন্দন জানাতে পারি।

স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘আমরা বারবার বলেছিলাম, আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যেতে, কিন্তু বিএনপি মহাসচিব আমাদের কথা শোনেননি। তিনি কিসের আশায় ছিলেন আমরা জানি না।’

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা তো আবারও জাতীয় ঐক্যমতের সরকার করবেন। আমাদের মহাসচিব নিশ্চয়ই সেখানে মন্ত্রী হতে যাচ্ছেন। আমরা এজন্য তাকে আগাম অভিনন্দন জানাতে পারি।’

তোপের মুখে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে যাবার সিদ্ধান্ত আমার একার না। আমরা সবাই মিলে নিয়েছিলাম।’বিএনপি মহাসচিব বলেন, ‘ভোটের যে ফলাফল দেয়া হয়েছে সেটাতো আওয়ামী লীগের লোকেরাই বিশ্বাস করে না।

কারচুপির ধরণ দেখে তারা নিজেরাই লজ্জা পেয়েছে। এই নির্বাচন একটা তামাশা হয়েছে। এখন আমরা সবাইকে আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা বোঝাতে পারবো। ধীরে ধীরে আন্দোলন গড়ে তুলতে পারবো।’