ফখরুলের গাড়িতে হামলা নিয়ে এ কি বলল সিইসি?

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী প্রচারণার প্রথমদিনেই সহিংসতা ও হামলার ঘটনায় বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িতে হামলার ঘটনায় আমরা বিব্রত।

৩০০ আসনের নির্বাচনের চেয়ে মানুষের জীবন মূল্যবান। এই সহিংসতা ও জীবনহানি কাম্য হতে পারে না।

আজ বুধবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।

একটা মানুষের জীবন সব নির্বাচনের চেয়ে অনেক মূল্যবান। কেউ কারো প্রচার প্রচারণায় প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। সবাই সহনশীলতা বজায় রাখবেন।