সাঁথিয়ায় সাঁথিয়া-বেড়া সড়কের বোয়াইলমারী গোরস্থান নামক স্থানে সদ্য নির্মিত বেইলি ব্রিজটি ট্রাকসহ ভেঙে খাদে পড়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় ব্যবসায়ীসহ ঈদের সামনে ঘরে ফেরা মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনার সাঁথিয়া-বেড়া সড়কের বোয়াইলমারী গোরস্থানের নিকট সদ্য নির্মিত বেইলি ব্রিজের উপর দিয়ে ট্রাক যাওয়ার সময় ট্রাকসহ ব্রিজটি ভেঙে গভীর খাদে পড়ে যায়। এ সময় ট্রাক চালক-হেলপারসহ একজন মোরটসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হয়। আহতদের দ্রুত সাঁথিয়া হাসপাতালে নেয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রায় ১ মাস আগে ইউনুছ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই বেইলি ব্রিজটি নির্মাণের তিনদিনের মাথায় ব্রিজের পাটাতনসহ একটি ট্রাক দেবে যায়। পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান বেইলি ব্রিজটি পুনঃনির্মাণ করেন এবং প্রায় ২০/২৫ দিন আগে যান চলাচল আবার শুরু হয়। যান চলাচলের পর থেকেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ বলে অনেকেই ধারণা করে আসছিল। রবিবার এই ব্রিজের উপর দিয়ে ট্রাক চলাচল করতে গিয়ে পুনরায় ট্রাকসহ ব্রিজটি ভেঙে চুরমার হয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় মাধপুর-সাঁথিয়া হয়ে বেড়া সিএন্ডবি মহাসড়কের একমাত্র সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ বার বার এই দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাই দায়ী। স্থানীয় একজন প্রকৌশলী জানান, নির্মাণ ত্রুটির কারণেই বেইলি ব্রিজটি বার বার ভেঙে পড়ছে।
এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, বিষয়টি আমি শুনেছি তবে সরেজমিনে না দেখা পর্যন্ত কিছু বলতে পারছি না।