বিপুল ভোটে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। ইমরানের দল তেহরিক-ই-ইসলাম নির্বাচনে বেশিরভাগ আসন পেলেও সরকারের বসার মত আসন পায়নি। এজন্যে অপেক্ষা সরকার গঠনের জন্য। এর আগে ইমরান খানকে সাবধান করলেন আজহার উদ্দিন।
সাবেক এ ক্রিকেটারকে উদ্দেশ্য করে ভারতীয় সাবেক ক্রিকেটার আজহার উদ্দিন বলেনছেন, ‘ক্রিকেট আর দেশ চালানো কিন্তু এক নয়’। তিনি বলেন, ‘ক্রিকেট মাঠ আর রাজনীতির ময়দান— দু’টো কিন্তু সম্পূর্ণ আলাদা মঞ্চ।’
ইমরানকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, ইমরান নিজে ক্রিকেট জীবনে খুব ভাল ক্যাপ্টেন তো ছিলেনই। দারুণ বোলারও ছিলেন। বিশেষ করে ওঁর ইনডিপারগুলো খেলতে ব্যাটসম্যানেরা সব চেয়ে সমস্যায় পড়ত। পায়ের দিকে যে বলগুলো গোত্তা খেয়ে এসে ঢুকত। প্রধানমন্ত্রী ইমরানের দিকে কিন্তু এ রকম অনেক মারণ ডেলিভারি ধেয়ে আসবে। সেগুলোকে কী ভাবে উনি সামলান, সেটাই ঠিক করে দেবে ওঁর ভাগ্য।
ইমরানের স্মৃতিচারণ করতে গিয়ে এ তারকা আরো লিখেন, ‘কিন্তু ইমরান আপসহীন প্রতিদ্বন্দ্বী হলেও কখনও সৌজন্য হারাননি। ভাল ইনিংস খেললে আমাকে অনেক বারই মাঠের মধ্যে অভিনন্দন জানিয়েছেন। শুধু আমাকে নয়, অনেক বারই দেখেছি ভারতের ক্রিকেটার সেঞ্চুরি করলে বা মাইলস্টোন পৌঁছলে ইমরান হাততালি দিয়েছেন বা এসে হাত মিলিয়ে গিয়েছেন।’
সবশেষ তিনি বলেন, ‘পাক সেনাই ইমরানকে পরিচালনা করবে কি না, সেই সব তর্কে এত দূরে বসে মন্তব্য করা কঠিন। তবে একটা কথা বলব, ক্রিকেট মাঠে দাঁড়িয়ে ইমরান তাঁর নিজের সিদ্ধান্ত নিতেন। কারও সাহস হত না মাঝখানে আসার। প্রধানমন্ত্রী ইমরান নিজের সিদ্ধান্ত নিতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় থাকলাম। যদি পারেন, ক্রিকেটের মতোই পাকিস্তান পাবে ভাল এক ‘ক্যাপ্টেন’!’