নতুন ঘরে ক্রিস্টিয়ানো রোনালদো

চার বছরের চুক্তিতে তুরিনের ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। যেখানে ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো আয় করবেন। রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। ৯ বছর স্প্যানিশ ক্লাবটিতে থাকার পর জুভেন্টাসে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে উড়াল দিয়েছেন সিআর সেভেন।স্বাস্থ্যপরীক্ষার জন্য তুরিনে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার তুরিনে পৌঁছান রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে গেছেন রোনালদো। সোমবার স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি জুভেন্টাসের সঙ্গে চুক্তির বাকি কাজগুলোও সারবেন পর্তুগিজ ফরোয়ার্ড। জুভেন্টাসের স্বাস্থ্যপরীক্ষার কেন্দ্রের বাইরে রোনালদোকে স্বাগত জানান প্রায় এক হাজার জুভেন্টাস সমর্থক। রোনালদোও তাদেরকে হতাশ করেননি। ছবি তুলে, জার্সিতে অটোগ্রাফ দিয়ে তাদের আবদার মেটান।

ইতালিয়ান সিরি’এ লিগে গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে জুভেন্টাস। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে তাদের আক্ষেপ চ্যাম্পিয়নস লিগ। শেষ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোদের রিয়াল মাদ্রিদের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগের শিরোপা পেতেই জুভেন্টাস দলে ভিড়িয়েছে রোনালদোকে। সমর্থকরাও একই স্বপ্ন দেখছে। তাইতো রোনালদোকে উদ্দেশ্য করে সমর্থকরা স্লোগান দিয়েছে এভাবে,‘রোনালদো, আমাদেরকে চ্যাম্পিয়নস লিগ এনে দাও।’

রিয়াল মাদ্রিদে নয় মৌসুমে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন রোনালদো। শেষ তিন মৌসুমেই পেয়েছেন তিন শিরোপা। এছাড়া জিতেছেন দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। ব্যক্তিগতভাবে হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল।