পাইলটের ধূমপানে ৬ হাজার মিটার নিচে নামল বিমান!


বিমানের ককপিটে বসে পাইলটদের ধূমপানের কারণে চীনা পতাকা বহনকারী একটি বিমান মাঝ আকাশ থেকে অস্বাভাবিকভাবে প্রায় ৬ হাজার মিটার (১৯ হাজার ৬০০ ফুট) নীচে পড়ে যায়। যদিও অল্পের জন্য বিমানটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে অভিযোগ উঠেছে পাইলটদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল। খবর সিএনএন।

খবরে বলা হয়, মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ৯ মিনিটেরও কম সময়ে ১০ হাজার মিটার (৩২ হাজার ৮০০ ফুট) থেকে ৪ হাজার মিটার (১৩ হাজার ১০০ফুট) ফুট নিচে নেমে আসে। বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৩ জন যাত্রী ছিলেন। এছাড়া ৯ জন ক্রু ছিলেন। সবশেষ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া বিমানটি চীনের দালিয়ান বন্দরে পৌঁছে।

বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। এদিকে ওই ফ্লাইটের দুজন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ওই ছবি ও ভিডিওতে যাত্রীদের ‍মুখের সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে।