অনেকেই ভালোবাসা পেতে গিয়ে পরেন প্রতারনার ফাদে। সেরকমই একজন মেয়ে নিজের প্রাপ্য ভালোবাসা আদায় করেতে বিয়ের দাবিতে চেয়ারম্যান প্রেমিকের বাড়িতে উপস্থিত হলেন। এমন ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে জানা গেছে
ঝালকাঠি জেলা পরিষদের ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করার সুবাদে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের (৭২) সঙ্গে গোপন সম্পর্ক গড়ে ওঠে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি নারী নেত্রী।
ওই মহিলা নেত্রীর অভিযোগ সরদার মো. শাহ আলম গত তিন বছর ধরে তাকে স্ত্রীর মতো ব্যবহার করলেও তিনি তাকে আইনগতভাবে স্ত্রীর মর্যাদা দেননি। গত কয়েক দিন ধরে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল।
বুধবার দুপর ১২টায় তিনি জেলা পরিষদে চেয়ারম্যান সরদার শাহ আলমের কক্ষে অবস্থান নিয়ে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে খবর পেয়ে বিকাল ৩টার দিকে জেলা পরিষদে হাজির হন সরদার শাহ আলমের স্ত্রী ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী শাহানা আলম।
তিনি সরদার শাহ আলমের কক্ষে ঢুকেই ওই ছাত্রলীগ নেত্রীকে দেখে তার ওপর চড়াও হয়ে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে তাকে মারতে মারতে রুম থেকে বের করে দেন।
এ সময় স্থানীয় লোকজন ও সাংবাদিকরা উপস্থিত হলে শাহ আলম ও শাহানা আলম গাড়িতে উঠে জেলা পরিষদ ত্যাগ করতে চাইলে ভুক্তভোগী ওই ছাত্রলীগ নেত্রী জোরপূর্বক তাদের গাড়িতে উঠতে চায়।
তারা ওই নেত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি জেলা পরিষদের দ্বিতীয় তলার ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় কিছু যুবক ও কয়েকজন যুবলীগ নেতা ওই ছাত্রলীগ নেত্রীকে ধরে ফেলেন এবং তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যপারে নির্যাতনের শিকার সদর হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ওই ছাত্রলীগ নেত্রী বলেন, মনে করেছিলাম এই বয়স্ক লোকটার কাছে আমি নিরাপদ থাকব কিন্তু তিনিও আমাকে ভোগের সামগ্রী বানালেন। সরদার শাহ আলমের স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য আমি দরকার হলে আইনের আশ্রয় নেব।বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন নাদিরা সুস্থ হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।