সৌদি অারবে জঙ্গি হামলায় প্রবাসী বাংলাদেশির করুন মৃত্যু!

বড় স্বপ্ন নিয়ে দেশ থেকে বিদেশে পাড়ি জমান প্রবাসী ভাইয়েরা ।পরিবারের সবাইকে ভালো রাখতে নিজের দুঃখ কষ্ট ভূলে গিয়ে জীবনের ঝুকি নিয়ে কাজ করে ।পরিবারের কাউকে বুঝতে দেইনা যে তারা কষ্টে থাকে।আর যদি তার মাঝে দেশে ফিরতে হয় লাশ হয়ে সেটা পরিবারের জন্য কতটা কষ্টের । এমনি এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন সৌদিতে।
সৌদি আরবে একটি চেক পয়েন্টে জঙ্গি হামলায় সৌদি আরবের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম-পরিচায় জানা সম্ভব হয়নি।

রবিবার বিকেলে দেশটির কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী তদন্ত চালাচ্ছে।

জানা যায়, স্থানীয় সময় রবিবার বিকেল পৌনে ৪ টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়া একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

আরব নিউজের সেই প্রতিবেদন থেকে আরও জানা যায়, জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে।এবং একজন বাংলাদেশি মারা যায়।তার সাথে পাসপোর্ট না থাকায় তার পরিচয় জানা যায়নি।