ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করল তুরস্ক

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সঠিক নয় বলা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তুরস্কের আনাতুলিয়া বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরান ও আমেরিকার মধ্যে যেসব বিষযে সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। আলোচনার মাধ্যমেই পরমাণু সমঝোতা হয়েছিল। এ ক্ষেত্রে এটি একটি ভালো উদাহরণ।

এ সময় তিনি ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুপক্ষীয় সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলে প্রকাশ করে পার্স টুডের প্রতিবেদনে।

তবে সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও চীন পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে চাইছে।