ভারতের দিল্লিতে একই পরিবারের ১১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ।
রোববার সকালে হরিয়ানা লাগোয়া উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ি থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই পরিবারটির মালিক ছিলেন মুদি দোকানি। গলায় ফাঁস লাগানো দশজনেরই চোখ ও হাতমুখ বাঁধা ছিল। আর মেঝেতে পড়েছিল এক ব্যক্তি। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ৪ জন পুরুষ।
স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়েছে, সকালে বাড়ির ভেতরে ১১ জনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেয়া হয় পুলিশকে। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।