মালয়েশিয়া প্রবাসীরা সাবধান! হতে পারে মহা বিপদ!

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভুয়া সিল , পাসপোর্ট , মেশিন সহ বাংলাদেশী গ্রেফতার। মালয়েশিয়ার সেলাংগার দেছা তুন রাজ্জাক এপারমেন্টে অভিযান চালিয়ে , ভুয়া পাসপোর্ট, বাংলাদেশ হাইকমিশনের সিল , ভিসা (স্টিকার) তৈরির মেশিন , সি আই ডি বি সহ ১জন বাংলাদেশি , ১জন ইন্দোনেশিয়া ও ১জন পাকিস্তান নাগরিক কে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ ।

গত কাল ২৭ জুন গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া ইমিগ্রেশন ও পুলিশের নেতৃত্বে ঐ এপারমেন্টে অভিযান চালানো হয় । পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় , একটা পাসপোর্ট এর জন্য মালায় রিংগিত ৩০০ থেকে ৫০০( টাকা ৬২০০-১১০০) ভুয়া ভিসা মালার রিংগিত ১৫০-২০০(টাকা ৩২০০-৪২০০)সি আই ডি পি কাডের জন্য মালায় রিংগিত ৩০ – ৫০ (টাকা ৫৫০-১১০০) ।

এসময় ঐ অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন কাজে ব্যাবহার করা ৫ টি মেশিন , বাংলাদেশ হাইকমিশনের নামে করা ৫ টি ছিল উদ্ধার করে পুলিশ । পরে আটককৃতদের স্বীকারোক্তিতে অন্য একটি রুমে অভিযান পরিচালনা করে আরো ৩ টি মেশিন উদ্ধার করে ।

আটককৃত ব্যক্তিরা জানান , দীর্ঘ দুই থেকে তিন বছর যাবৎ তারা এই কাজ করে আসছিল এবং এটি বিভিন্ন এজেন্টের কাছে বিক্রয় করা হয় । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিবাসন ইমিগ্রেশন আইন ৫৬(১এ)সি ১৯৫৯/৬৩ ও ১৯৫৯/৬৩ ১৯৬৬ ধারায় গ্রেপ্তার করা হয়েছে । আটককৃত ব্যক্তিদের এ রিপোর্ট লেখা পর্যন্ত নাম জানা সম্ভব হয়নি ।