আরব আমিরাতের কর্তৃক শীর্ষ নেতাদেরকে হত্যার পরিকল্পনা ফাস

আরব দেশ গুলোর মধ্যে কয়েক মাস ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে । এর মধ্যে অন্যতম সৌদি আরব । প্রতিবেশি দেশগুলোর মশ্যে সম্পর্ক ভাল নেই সৌদি অরবের ।বিশেষ করে ইয়েমেনের সাথে।দু দেশেরে মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে কয়েক মাস ধরে ।এক দেশ আরেক দেশে হমলা চালাচ্ছে।

সৌদি সমর্থিত আটক এক সেনা কমান্ডার জানিয়েছেন, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও আল-ইসলাহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে হত্যার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাতে সম্প্রচারিত এক স্বীকারোক্তিমূলক বক্তব্যে আলী আল-আযানি নামে আটক ওই কমান্ডার বলেছেন, সহিংসতা কবলিত ইয়েমেনের ভেতরে সংযুক্ত আরব আমিরাত বহুসংখ্যক সন্ত্রাসী সেল গঠন করেছে এবং এর নেতৃত্বে রয়েছে আম্মার আফাশ নামে এক সন্ত্রাসী।

আটককৃত আযানি বলেন, সন্ত্রাসীদের যত কর্মকাণ্ড তার সবই পরিচালিত হচ্ছে পশ্চিম উপকূলবর্তী হুদায়দা শহরের আস-সাফওয়াহ হোটেল থেকে। রাজধানী সানা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হুদায়দা শহরের অবস্থান।

আযানি বলেন, “আনোয়ার আল-আমিরি নামে এক ব্যক্তির মাধ্যমে এডেন শহরে গঠিত প্রাথমিক কমিটিতে আমি ছিলাম। পরে এ কমিটিতে আয়মান হাজার ও আদনান আল-জুকরির মতো শীর্ষ গেরিলাদেরকে সংযুক্ত করা হয়।”

আযানি আরও বলেন, জুকরি ছিল গুপ্তহত্যা স্কোয়াডের প্রধান। সে-ই বহু সংখ্যক লোককে রিক্রুট করেছে এবং আল-ইসলাম ও আনাসারুল্লাহ নেতাদের হত্যার দায়িত্ব দিয়েছে।তবে দিন দিন দু দেশের সম্পর্ক অবনতি হচ্ছে।বিশ্বের ক্ষমতা রাষ্ঠের মধ্যে অন্যতম আরব আমিরাত।আগের চেয়ে অনেক গুনে শক্তিশালী এ দেশ।