যে কারণে আটক করা হলো ইমরান এইচ সরকারকে

সারা দেশে চলছে র‍্যাব ও পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান। অভিযানের ধারাবাহিকতায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন পৌর কাউন্সিলর একরামুল হক।
গত শনিবার (২৬ মে) টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় তোলপাড় চলছে স্যোশাল মিডিয়ায়। এই বিষয়ে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।গত শুক্রবার ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে ইমরান সরকার লিখেন,

‘ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র একরামুল হককে। ফোনের অন্যপাশ থেকে গুলির শব্দ শুনতে হয়েছে স্ত্রী আর সন্তানদের। আমাদের বাংলাদেশ কি এইভাবে নৃশংস হত্যার জনপদ হয়ে যাবে?
এরপরে কাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে? আপনাকে নয়তো আমাকে। তারপরও চুপ করে থাকবো? আমাদের শরীরে কি মানুষের রক্ত নাই?

বর্তমান মাদক বিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধেও সরব ছিলেন ইমরান। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে সম্প্রতি। ঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হন ইমরানসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে র‌্যাবের সদস্যরা নিয়ে গেছে বলে জানা গেছে। বুধবার শাহবাগ যাদুঘরের সামনে থেকে সাদা পোশাক পরিহিত র‌্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।

এদিকে ইমরান এইচ সরকারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর অধিনায়ক এমরানুল হক। তিনি জানান, শাহবাগে অবৈধভাবে সমাবেশ করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আইনি-প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে সমাবেশের জন্য ইমরান এইচ সরকার এসেছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।

আগেঘোষিত কর্মসূচিতে যোগ দিতে ইমরান বিকেল ৪টার সময় আসেন শাহবাগে। এসময় তিনি ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময়ের সময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস উপস্থিত হয়।

মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৭-৮ র‌্যাব সদস্য ‘একটু যেতে হবে’ বলে তাকে মাইক্রোতে তুলে নেন। এ সময় র‌্যাবের ৪টি গাড়িও সেখানে উপস্থিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র‌্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করেন। আহত হন একজন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়্ ।পরে আর গণজাগরণ মঞ্চের কর্মীরা ঝরো হতে পারেননি ।এখনো তাদের কাছ থেক কোন কর্মসূচির ঘোষনা আসেনি।