বাংলাদেশে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর সব ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সঠিক তদন্তের আহ্বান জানিয়েছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
সোমবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলেন, তারা আশা করছেন বাংলাদেশে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ সব ঘটনা যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তদন্ত করবে।
তারা আরো বলেন, মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার একটা বৈশ্বিক সমস্যা। মাদকদ্রব্য দমন অভিযানে গত ৪ মে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা ১২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, আইনের শাসন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক মান ও নীতি অনুযায়ী দায়িত্ব পালন এবং আত্মরক্ষার পদ্ধতি অবলম্বন করবে বলেও আশা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের দূত রেঞ্জি তিরিঙ্ক, ইতালির রাষ্ট্রদূত মারিও পাল্মা, জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস হেইনরিজ প্রিঞ্জ, ডাচ রাষ্ট্রদূত লিওনি কুয়েলিনায়রি, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, ড্যানিশ রাষ্ট্রদূত মিকায়েল হেমনিতি উইনথার, স্প্যানিশ রাষ্ট্রদূত ডি. আলভারো সালাস গিমানেজ, সুইডিশ রাষ্ট্রদূত চার্লোতা স্কালাইতার, ফ্রান্স রাষ্ট্রদূত মারি-আনিক বারডিন এবং নরওয়ে রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন।-ইউএনবি