ক্রসফায়ারের নামে বিচারবহির্র্ভূত হত্যাকান্ড আইনের শাসনের পরিপন্থী

খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতর সম্পাদক অধাপক মো: আবদুল জলিল বলেছেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্র্ভূত হত্যাকান্ড আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করে মাদক সমস্যার সমাধান হবে না। এ সমস্যা সমাধানের জন্যে মাদকের মূল উৎসে আঘাত হানতে হবে। ইসলামী অনুশাসনে কায়েম করতে হবে। মানুষকে ধর্মীয় তথা কুরআন-হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদক কারবারে জড়িত রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে। খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত  রোববার বিকাল ৫:৩০ টায় কুমিল্লা কান্দিরপাড়স্থ ক্যাপসিকাম রেস্টুরেন্টে কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল আশরফির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কুমিল্লা দক্ষিন জেলা সেক্রেটারী মাওলানা আবদুল হক আমিনী, উত্তর জেলা সেক্রেটারী মাওলানা মাসউদুর রহমান খান, মহানগরী সহসভাপতি মাওলানা আমীর হামজা, মাওলানা শাহাদৎ হোসনে, মাওলানা আবদুস সালাম শরাফতি, মাওলানা ইব্রাহীম খলীল আলআজহারী, ছাত্র মজলিস কুমিল্লা জেলা সভাপতি উবায়েদ উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।