দিনাজপুরে ১৩ মাদক বিক্রেতা আটক, ইয়াবা-ফেনসিডিল জব্দ

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা, ৬৫ পিস ইয়াবা, ৩৪ বোতল ফেনসিডিল, ১ দশমিক ৬৫ গ্রাম হেরোইন ও ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ১২টি মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।